
‘স্পটলাইটে আসার জন্যই রাখিকে বিয়ে করেছিলাম’ অকপটে বিয়ের কারণ স্বীকার করলেন আদিল খান দুরানি!
ব্যুরো নিউজ, ৩ এপ্রিল : টেলিভিশন খ্যাত রাখি সাওয়ান্ত চুপিসারে আদিল খান দুরানিকে বিয়ে করেন গত বছর মে মাসে। সেই খবর প্রকাশ্যে আসার মাস কয়েক পরেই ঘোষণা হয় বিবাহবিচ্ছেদের। তাঁদের দাম্পত্যকলহ বরাবর আলোচনার কেন্দ্রে সম্পর্কের টানাপড়েন ও সেই সংক্রান্ত ঝুটঝামেলা নিয়ে। আদিলের কয়েক মাস হাজতবাসও হয়েছে রাখির অভিযোগের ভিত্তিতে। আদিল নতুন জীবন শুরু করেছেন জেল খেটে বেরিয়ে। পুজো দিতে গিয়ে























