isro interested for moovie

 

 

ব্যুরো নিউজ, ২৫মার্চ, পুস্পিতা বড়াল: চন্দ্রযান-৩ ভারতকে গর্বিত করে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে ২৩ অগাস্ট সন্ধ্যায়। বিশ্বের মধ্যে ভারত প্রথম দেশ হিসেবে ইসরোর জন্যই চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর প্রথম রেকর্ড অর্জন করে।

প্রকাশ্যে এল Pova 6 Pro 5G স্মার্টফোনের দুর্ধর্ষ ফিচারস! ক্যামেরাও দেখার মত! আর দেরি না করে দেখে নিন বিস্তারিত

বাবার অফিসে গিয়ে যৌন হেনস্থার শিকার তরুণী! তারপর?

এবার ইসরোর বিজ্ঞানীরাই তাঁদের সেই অসাধ্য সাধনকে সত্যি সত্যি পর্দায় তুলে ধরতে চাইছেন। সম্প্রতি সংবাদমাধ্যমে ইসরোর বিজ্ঞানীরা সাক্ষাৎকার দিয়েছেন। তখন কথার মাঝে এক ফাঁকে বিজ্ঞানীরা ইচ্ছা প্রকাশ করেন, ‘চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে সিনেমা তৈরি হোক।’ এমন কী তাঁরা কোন তারকাকে সেই সিনেমায় মূল চরিত্রে দেখতে চাইছেন প্রকাশ করেন সেই ইচ্ছাও।

পছন্দের তারকা হিসেবে দেখতে চান কাকে?

‘চন্দ্রযান-৩ নিয়ে সিনেমা হয় তবে সেই সিনেমায় কাকে দেখতে চাইবেন?’ আদিত্য এল-১ মিশনের প্রজেক্ট ডিরেক্টর তথা চন্দ্রযান-৩ মিশনের অন্যতম তত্ত্বাবধানকারী বিজ্ঞানী নিগর শাজি এ প্রশ্নের উত্তরে হাসতে হাসতে জানান, ‘তিনি ছবিতে দেখতে চান দীপিকা পাডুকোনকে।’ অন্যদিকে অপর এক বিজ্ঞানী ইচ্ছা প্রকাশ করেছেন যে, এই ছবিতে অভিতাভ বচ্চন অভিনয় করুক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর