
শুভেন্দুর সভায় ‘না’! কেন ভাঙড়ে সভার অনুমতি দেওয়া হল না শুভেন্দুকে?
ব্যুরো নিউজ, ২৯ মে : এবার ভাঙ্গড়ে বিজেপির সভার মিললো না অনুমতি। আজ দুপুর তিনটে নাগাদ ভাঙড়ের কলোনি মাঠে সভা করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই অনুমতি না মেলায় সভা করতে পারলেন না শুভেন্দু অধিকারী। ১৯-এর পর ২৪, আবারও ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী এমন ঘটনা এ রাজ্যে নয়া নয়! এর আগেও প্রতিবাদী স্বর রোধে পুলিশকেই ‘ঢাল’ করা হয়েছে। সে