
মুরগীর ঝোল বাদ দিন, এবার খান পাতা পোড়া মুরগি এক নতুন স্বাদের রেসিপি
ব্যুরো নিউজ ৬ জুন :গরম বাড়িতে পার্টির জন্য কাবাব বা তন্দুরির বদলে এবার চেষ্টা করুন এই নতুন স্বাদের পাতা পোড়া মুরগি। ভাত বা পানীয়ের সাথে এটি দারুণ মানাবে। উপকরণ: ৫০০ গ্রাম ছোট টুকরো করে কাটা মুরগির মাংস (হাড় ছাড়া হলে ভালো হয়) ৫ চা-চামচ সাদা ও কালো সরষে বাটা ৮-১০ কোয়া থেঁতো করা রসুন অর্ধেক আঁটি ধনেপাতা অর্ধেক আঁটি পুদিনাপাতা ১০০ গ্রাম জল