
স্বাস্থ্যকর ও সুস্বাদু নিরামিষ মুগ বেগুন, আজই বানিয়ে ফেলুন!
ব্যুরো নিউজ ১০ জুন : নিরামিষ মুগ বেগুনের সুস্বাদু রেসিপি: ভাতের সাথে জমে যাবে! উপকরণ 🌿 ২টো বড় সাইজের বেগুন আধা কাপ মুগ ডাল ২ চামচ টক দই সামান্য হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতোন লবণ ১ চামচ জিরের গুঁড়ো ১ চামচ ধনের গুঁড়ো আধা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য চিনি ২ লবঙ্গ ৪টে গোলমরিচ ২টো