
আধুনিক কৃষ্ণের খোঁজে নচিকেতা, চাইছেন নেতৃত্বের এক নায়ক
ব্যুরো নিউজ ১৭ মে: বর্তমান বিশ্বে অশান্তির আবহে এক নতুন ভাবনায় কৃষ্ণকে সামনে আনলেন গায়ক-গীতিকার নচিকেতা চক্রবর্তী। তাঁর সাম্প্রতিক গান ‘কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাব কলকাতায়’ ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। তবে এই গানের কৃষ্ণ কোনও মূর্তিবন্দিত দেবতা নন, বরং এক জন গণতান্ত্রিক, কর্মযোগী, চাণক্যসুলভ নায়ক, যাঁকে আজকের সমাজে দরকার বলে মনে করেন শিল্পী। ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ