rainy weather

ব্যুরো নিউজ ১১ জুন: দক্ষিণবঙ্গের মানুষ যখন প্রখর গরমে হাঁসফাঁস করছে, ঠিক তখনই আশার আলো দেখাল আলিপুর আবহাওয়া দফতর। আজ, ১১ জুন বুধবার থেকে শুরু হচ্ছে আবহাওয়ার নাটকীয় পরিবর্তন। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্তর পরিস্থিতি, যার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী চারদিন ধরে চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যা আগামী শনিবার পর্যন্ত জারি থাকবে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, যা উপকূলবর্তী জেলাগুলিতে আরও বেশি তীব্র হতে পারে। যদিও মৌসুমি বায়ু এখনো দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি, তবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি কিছুটা হলেও গরমের উপশম দেবে।

পুলিশের কনস্টেবল গ্রেফতার, কী ছিল তাঁর ভূমিকা?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমা শুরু হবে এবং সন্ধ্যার পর থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। এই সময় যারা বাইরে কাজ করেন, বিশেষ করে কৃষক বা নির্মাণ শ্রমিক, তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং সেখানকার পার্বত্য জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং আগামী রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি তৈরি করতে পারছেন না

সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্য পরামর্শ—আগামী কয়েকদিন আবহাওয়ার হালচাল দেখে পরিকল্পনা করা ভালো। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় যাতায়াত বা জলযান চলাচলের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর