
কাশ্মীরে রোডশো-য়ে হামলা! এলোপাথারি ছুরির আঘাত! আহত ৩ জন
ব্যুরো নিউজ, ২০ মে : ন্যাশনাল কনফারেন্সের রোডশো-তে ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। এলোপাথারি ছুরির আঘাতে আহত ফারুক আবদুল্লার দলের ৩ কর্মী। ‘মোদী ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে POK ভারতের’, দাবি যোগীর গত রবিবার পুঞ্চের মেনধর এলাকায় ন্যাশনাল কনফারেন্সের রোডশো চলছিল। সেই রোডশোয় উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সেখানে উপস্থিত ছিলেন