Tourists trapped due to avalanches in Jammu and Kashmir

ব্যুরো নিউজ, ২২ ফেব্রিয়ারি: একে ভারী তুষারপাত তার ওপর লাগাতার ধস। গত সোমবারও ভয়ঙ্কর ধস নামে। এদিকে তুষারপাতের জেরে  বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর-লাদাখ রোড ও আরও অন্যান্য রাস্তা। এরপরেই মাথায় হাত পর্যটকদের। কীভাবে গন্তব্যে পৌঁছানো যায় সেই চিন্তায় জেরবার। পুলিশের তরফে ৪৪ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে যেতেও বলা হয়েছে। ইতিমধ্যে তুষারপাত নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয়দের। কিন্তু এদিকে আবার গত সোমবার নেমেছে ভয়ঙ্কর ধস। তার জন্যও বন্ধ হাইওয়ে। চলছে রাস্তার কাজ। প্রতিকূল আবহাওয়া ও বারবার ধস নামায়  উদ্ধারকাজেও হচ্ছে বিলম্ব। এরমধ্যেই ফের বিপদ!

Advertisement of Hill 2 Ocean

সুপ্রিম রায়ে চণ্ডীগড় আপ-এর

বুধবার জম্ম-কাশ্মীরের রামবান জেলায় ভয়ঙ্কর ভূমিধস নামে। পাহাড় থেকে বোল্ডার, পাথরের চাই গড়িয়ে পড়তে থাকে জাতীয় সড়কে। ধসের ফলে জম্মু-শ্রীনগর হাইওয়েতে আটকে হাজার হাজার পর্যটকদের গাড়ি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর