
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অবিশ্বাস্য, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের
ব্যুরো নিউজ, ৪ মে : বৃহস্পতিবার রাতেই রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী শ্লীলতাহানির অভিযোগ তোলেন। অভিযোগ তোলেন খোদ রাজ্যপালের বিরুদ্ধে। ওই মহিলার অভিযোগ রাজ্যপাল নাকি তাকে দুবার শ্লীলতাহানি করেছেন। এই মর্মে ওই মহিলা প্রথমেই রাজভবনে কর্তব্যরত পুলিশের কাছে অভিযোগ জানান। এরপর হেয়ার স্ট্রেট থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সিট গঠন করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।