
ছাড়পত্র পেলেই চলবে নিউ গড়িয়া –এয়ারপোর্ট রুটে রুবি পর্যন্ত মেট্রো
ইভিএম নিউজ ব্যুরোঃ চলতি মাসের শুরুতেই চালু হবে নিউ গড়িয়া – এয়ারপোর্ট রুটের মেট্রো পরিষেবা নিউ গড়িয়া থেকে রুবি মোড় (হেমন্ত মুখার্জি) পর্যন্ত। আজই মিলবে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র। আর ছাড়পত্র হাতে পেলেই চলতি মাসেই চলবে নিউ গড়িয়া – এয়ার পোর্ট রুটে এই পর্যায়ের মেট্রো পরিষেবা। গত সেপ্টেম্বর মাসে হয়েছিল এই পর্যায়ের ট্রায়াল রান। যাত্রী শুরুর আগে সমস্থ বিষয়টি