
High Security Alert Nationwide : লালকেল্লা বিস্ফোরণের পর বৈষ্ণো দেবী ও জম্মুতে কড়া নিরাপত্তা; প্রধানমন্ত্রী মোদীর নিন্দা, দোষীরা রেহাই পাবে না!
ব্যুরো নিউজ ১১ নভেম্বর ২০২৫ : সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হওয়ার পর গোটা দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জম্মু অঞ্চল ও হরিয়ানায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জম্মু অঞ্চলে: মাতা বৈষ্ণো দেবী গুহা মন্দির, এর বেস ক্যাম্প কাটরা এবং জম্মু শহরে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে।

























