
‘অব কে বার— তিহাড়’, মহুয়ার নিশানায় বিজেপি
ব্যুরো নিউজ, ৩ এপ্রিল: আবারও খবরের শিরোনামে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এবার সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন মহুয়া। উল্লেখ্য, মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে ইডি। আর এর পরেই বিজেপিকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া লেখেন, ‘খুলে হ্যায় বিজেপি কে দ্বার/ আ যাও নহি তো অব কে বার— তিহাড়।’ অর্থাৎ বিজেপিতে যোগ না দিলে বিরোধী নেতানেত্রীদের ঠিকানা





























