ব্যুরো নিউজ,১ মার্চ :শুক্রবার সন্ধ্যায় কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসেছিল টলিউডের তারকাদের আসর। উপলক্ষ ছিল এসভিএফ-এর ৩০ বছর পূর্তি এবং তাদের নতুন বাংলা কনটেন্ট ঘোষণার উৎসব। “গল্পের পার্বণ ১৪৩২” শীর্ষক এই অনুষ্ঠানে এসভিএফ ও হইচই মিলে ২৬টি নতুন ছবি ও সিরিজ-এর ঘোষণা করেছে।
রাজ্য পুলিশে আসছে ডেয়ারডেভিল মোটরবাইক বাহিনী! চলছে প্রস্তুতি
‘হইচই স্টুডিয়োজ়’
এরই মধ্যে বড় পর্দার জন্য ‘রঘু ডাকাত’ (দেব), ‘বিজয়নগরের হিরে’ (প্রসেনজিৎ), ‘কিলবিল সোসাইটি’ (সৃজিত), ‘সপ্তডিঙার গুপ্তধন’ (ধ্রুব বন্দ্যোপাধ্যায়)-এর মতো ছবির ঘোষণা আগেই হয়েছিল। এবার তালিকায় যুক্ত হলো নতুন কিছু চমক। প্রথমবার বড় পর্দায় সাধক বামাখ্যাপা-র চরিত্রে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে, পরিচালনায় সায়ন্তন ঘোষাল। এছাড়া, নির্ঝর মিত্রের পরিচালনায় আসছে মজার ছবি ‘চোর পুলিশ ডাকাত বাবু’, যেখানে তিন ভাই পাইস হোটেল চালায় দিনে, আর রাতে চুরি করে! অভিনয়ে থাকছেন আবীর, অনির্বাণ ও শুভশ্রী।
এছাড়াও ‘হইচই স্টুডিয়োজ়’-এর অধীনে আসছে চারটি নতুন ছবি— ‘গোরা-ই গন্ডগোল’ (ঋত্বিক), ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ (অনির্বাণ চক্রবর্তী), ‘কুমিরডাঙা’ (পরমব্রত), এবং ‘কাদের কুলের বৌ’।ওয়েব সিরিজের দিকেও চমক রয়েছে! ‘রয়েল বেঙ্গল রহস্য’-এর মাধ্যমে নতুন ফেলুদা সিরিজ আসছে, পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায়। শুভশ্রী অভিনীত ‘অনুসন্ধান’, সোহিনীর ‘নাগমণির রহস্য’, সন্দীপ্তার ‘বীরাঙ্গনা’, এবং সম্পর্কের গল্প নিয়ে ‘তোমাকেই চাই’-ও আসছে। এছাড়া, জনপ্রিয় সিরিজের নতুন সিজন— ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২’, ‘নিকষ ছায়া ২’, ‘কালরাত্রি ২’, ‘ইন্দু ৩’, এবং ‘লজ্জা ২’-ও ঘোষণা করা হয়েছে।
মার্চে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, একই থাকল ঘরোয়া সিলিন্ডারের মূল্য
হইচই এবার “হইচই টিভি প্লাস” নামে নতুন বিভাগ চালু করছে, যেখানে প্রতিদিন বা প্রতি সপ্তাহে নতুন এপিসোড আসবে। এর মধ্যে থাকছে ঋতাভরী চক্রবর্তীর ‘শাখা প্রশাখা’, স্বস্তিকার ‘আতঙ্ক’, এবং শ্রীরামকৃষ্ণের জীবনীনির্ভর একটি বিশেষ সিরিজ।এসভিএফ ও হইচই জানিয়েছে, ২০২৪ ও ২০২৫ সালে ধাপে ধাপে এই ছবিগুলো মুক্তি পাবে। ফলে বাংলা বিনোদনপ্রেমীদের জন্য আগামী বছর বেশ জমজমাট হতে চলেছে!