Survey on Vidyasagar Bridge, traffic will be closed

ব্যুরো নিউজ ১১ জুন: কলকাতার এক অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী মাধ্যম বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে চলতি মাসের ১৩, ১৪ এবং ১৫ জুন—তিন দিন সকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত। সেতুর প্রাক-সংস্কার সমীক্ষার জন্য এই সাময়িক যান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা রক্ষার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।

বিদ্যাসাগর সেতু বন্ধ

হুগলি নদী ব্রিজ কমিশনার্স (HRBC)-এর তত্ত্বাবধানে এই সমীক্ষা চলবে। ফলে শুধুমাত্র বিদ্যাসাগর সেতুই নয়, সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিও এই সময়ে যান চলাচলের বাইরে থাকবে—যেমন খিদিরপুর রোড, এজেসি বোস রোড (জ়িরাট আইল্যান্ড থেকে পশ্চিম মুখী অংশ), সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড।

কলকাতা পুলিশের পক্ষ থেকে বিকল্প রুট প্ল্যানও প্রকাশ করা হয়েছে:

  • জ়িরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ধরে স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজে যেতে পারবে।

  • জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে কেপি রোড হয়ে আসা যানবাহন ১১ ফারলং গেট ঘুরে হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে।

বিধানসভায় আধাসেনা চান শুভেন্দু, হাইকোর্টে নিরাপত্তা বিতর্ক

  • খিদিরপুর থেকে সিজিআর রোড দিয়ে সেতুর দিকে আসা গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছবে।

  • কেপি রোড দিয়ে আসা গাড়িগুলি ওয়াই পয়েন্ট থেকে ১১ ফারলং গেট হয়ে রেড রোড ঘুরে হাওড়া ব্রিজের পথ ধরবে।

গরমে হাঁসফাঁস? বৃষ্টি আসছে উদ্ধার করতে!

এই তিনদিন সকালের ব্যস্ত সময়ে যাত্রীরা যেন অগ্রিম পরিকল্পনা করে চলাচল করেন, সেই অনুরোধ জানিয়েছে কলকাতা পুলিশ। বহু মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করে শহরের দুই প্রান্তে যাতায়াত করেন। তাই যেকোনও ধরণের বিভ্রান্তি এড়াতে এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে হলে বিকল্প রুট সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

এই প্রাথমিক সমীক্ষা শেষ হলে পরবর্তী সময়ে বিদ্যাসাগর সেতুতে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হতে পারে, বলেই মনে করা হচ্ছে। অতএব শহরবাসীকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতের বড় পরিবর্তনের জন্য।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর