মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু সুনিতার

ব্যুরো নিউজ,১৮ মার্চ : গত বছর জুন মাসে আট দিনের মহাকাশ সফরের জন্য সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) গিয়েছিলেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফেরার সময় একাধিক বার পিছিয়ে যায়।অবশেষে ন’মাস পর  পৃথিবীর পথে রওনা দিলেন তারা । স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে তারা পৃথিবী ফিরে আসার জন্য রওনা দেন।

সুনীতা ও বুচের দীর্ঘ প্রত্যাশিত এক সফরের সমাপ্তি

কোন সমুদ্রে আছড়ে পড়ছে সুনিতার মহাকাশযান? ফেরা নিয়ে কোন রহস্য দানা বাঁধছে? জানুন বিস্তারিত

সোমবার সকাল সাড়ে ১০টার (ভারতীয় সময়) কিছু পরে, মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান এমনটাই জানা যায় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মাধ্যমে । নাসা সকাল থেকে অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচারও করছে। নাসার বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে মহাকাশযানটি আমেরিকার ফ্লরিডা উপকূলে অবতরণ করবে। ভারতের সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা।

আইপিএলে ইডেনে নাইট রাইডার্সের ম্যাচের টিকিটের দাম বাড়ল, রামনবমীতেও ম্যাচ অপরিবর্তিত

 রবিবার সকালে, স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। সুনীতা ও বুচের সঙ্গে পৃথিবীতে ফেরার পথে ছিলেন নাসার আরও তিন নভশ্চর: অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, এবং জাপানের জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি। এছাড়া রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভও ছিলেন তাদের সঙ্গে। মহাকাশ স্টেশনের দায়িত্ব তারা সুনীতা-র কাছে রেখে পৃথিবীতে ফিরে আসছেন।আইএসএস-এ স্পেসএক্সের ড্রাগন যানটি সুষ্ঠুভাবে ডকিং বা অবতরণ প্রক্রিয়া সম্পন্ন করেছিল। এরপর মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ডকিং প্রক্রিয়া শেষ হয়ে, মহাকাশযানটি সুনীতা এবং বুচকে নিয়ে মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়।

ডালে রয়েছে প্রচুর উপকারিতা, তবে অতিরিক্ত খেলে হতে পারে বিপদ!

এটি ছিল সুনীতা ও বুচের জন্য দীর্ঘ প্রত্যাশিত এক সফরের সমাপ্তি। গত বছরের জুন মাসে, তাদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে তাঁদের পৃথিবীতে ফিরে আসার প্রচেষ্টা কয়েকবার ব্যর্থ হয়। কিন্তু অবশেষে, মাস্কের সংস্থা স্পেসএক্সের মাধ্যমে তারা ফিরে আসছেন। প্রায় ন’মাস পর তাঁদের দেশে ফেরার সুযোগ মিলল, যা ছিল একেবারে অপ্রত্যাশিত এবং উত্তেজনাপূর্ণ।এটি একটি বিশাল প্রাপ্তি এবং নতুন দিগন্তের সূচনা। সুনীতা উইলিয়ামস, একজন সফল ভারতীয়-আমেরিকান নভশ্চর, তার মহাকাশ অভিযানের মাধ্যমে আরও একটি সফল ইতিহাস সৃষ্টি করলেন। মহাকাশ গবেষণার প্রতি তার অবদান এক অনুপ্রেরণা, যা আগামী প্রজন্মকে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর