ব্যুরো নিউজ,১৭ মার্চ : দীর্ঘ অপেক্ষার অবসান ! মহাকাশে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের এক যাত্রা শেষ হতে চলেছে ,অবশেষে পৃথিবীতে ফিরে আসছেন তারা। ৮ দিনের মহাকাশ সফরে গিয়ে সেখানে আটকে থাকতে হয়েছিল প্রায় ৯ মাস! । তাদের আনতে মহাকাশে পৌঁছেছে ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার মহাকাশযান ক্রিউ-১০। কিন্তু কবে তারা পৃথিবীতে ফিরবেন? নাসা এবার সে উত্তর দিয়েছে।
সুনিতা ও বুজকে ফেরাতে মহাকাশচারী crew 10 মিশনে কারা কারা অংশ নিলেন
সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরতে চলেছেন :
দীর্ঘ ৯ মাস পর, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকার পর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরতে চলেছেন। তাদের সঙ্গে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী এবং একজন রাশিয়ান কসমোনট। আগামী মঙ্গলবার, স্থানীয় সময় ৫টা ৫৭ মিনিটে মহাকাশযান পৃথিবীতে অবতরণ করবে এমনটাই জানানো হয়েছে নাসার পক্ষ থেকে।
মহাকাশ থেকে অবশেষে সুনিতারা ফিরছেন। তাদের আনতে উড়ে গেল ফ্যালকন- ৯
কিন্তু এই যাত্রা একেবারে সহজ হবে না। ফ্লোরিডার উপকূলে মহাকাশযানটি সমুদ্রের মধ্যে ছিটকে পড়বে। তারপর সেই ক্য়াপসুল থেকে বেরিয়ে আসবেন তারা। যদিও সমুদ্রে আছড়ে পড়লেও, সুনীতা ও তার সহযাত্রীদের কোনও ক্ষতির সম্ভাবনা নেই। এই বিশেষ ক্যাপসুলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভেতরে জল ঢুকতে না পারে, আর আছড়ে পড়ার সময়েও তীব্র ঝাঁকুনিতে কোনো ক্ষতি না হয়।
মহাকাশচারী সুনিতা ও উইলিয়ামের বেতন ও সম্পত্তি কত জানেন? শুনলে অবাক হবেন
সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রীদের পৃথিবীতে ফেরার পুরো প্রক্রিয়া লাইভ দেখানো হবে আজ সোমবার সন্ধ্য থেকে জানিয়েছে নাসা । মহাকাশযানের দরজা বন্ধ হওয়ার মুহূর্ত থেকে শুরু করে, পৃথিবীতে ফেরার প্রতিটি ধাপ সরাসরি দেখা যাবে। এটি মহাকাশ অভিযানের ইতিহাসে এক অসাধারণ ঘটনা, যা সবার নজর কাড়বে।এটি শুধুমাত্র মহাকাশচারীদের জন্য একটি যাত্রা নয়, বরং মানবজাতির মহাকাশ প্রযুক্তির উন্নতি এবং অভিযানের ক্ষেত্রে একটি বড় মাইলফলকও। সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের দীর্ঘ সময় পর পৃথিবীতে ফিরে আসা আমাদের আরও নতুন কিছু শিখতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।