ব্যুরো নিউজ, ২১ এপ্রিল:,
এসি কিনেছেন? জেনে নিন কীভাবে কমাবেন বিদ্যুতের বিল
মকর :
আজকের দিনটি খুবই ভালো কাটবে মকর রাশির জাতকদের। কাজে আনন্দ আসবে, প্রত্যাশার চেয়েও ভালো কাজ হবে। পারিবারিক বিষয়ের কারণে চিন্তিত থাকবেন, তবে এ বিষয়ে খোলামেলা আলোচনা করে সমস্যার সমাধান বের করুন। চাকরিজীবী জাতকরা নিজের কাজে মনোনিবেশ করে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আর্থিক জীবনে লাভ হবে। ইচ্ছানুযায়ী ব্যয় করবেন, নিজের কাজে সন্তুষ্ট থাকবেন।
তুলা :
আজ ভালো পরিণাম পাবেন তুলা রাশির জাতকরা। নিজের কার্যশৈলী ও কাজের দ্বারা বরিষ্ঠদের প্রভাবিত করবেন। আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করতে পারেন, পদোন্নতি সম্ভব। ব্যক্তিগত সম্পর্কের জন্য আজকের দিনটি ভালো। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। ব্যবসায়ে নতুন পরিকল্পনা কার্যকরী করে ব্যবসা সম্প্রসারণ করবেন। চেষ্টা করুন আয় বাড়ানোর।
সিংহ :
আজকের দিনটি অনুকূল নয় সিংহ রাশির জাতকদের জন্য। অসামান্য পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কাজে সাবধানতা অবলম্বন জরুরি। সতর্কতার সঙ্গে কাজ করুন। চিন্তাভাবনা ও সিদ্ধান্তে অধিক মনোনিবেশ করবেন। ব্যবসার পাশাপাশি আর্থিক পরিস্থিতিতে মনোনিবেশ করুন। কাজের একাধিক নতুন সুযোগ পাবেন, এর দ্বারা সাফল্যের পথে অগ্রসর হবেন।
বৃষ :
আজকের দিনটি অনুকূল নয় বৃষ রাশির জাতকদের জন্য। কাজকর্মে সমস্যার সম্মুখীন হবেন। চেষ্টা করেও অসফল হবেন। ব্যবসায়ে নতুন লগ্নি করার সময়ে সতর্ক থাকুন। ভেবেচিন্তে টাকা ব্যয় করবেন। পরিবারের সঙ্গে আপোস করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় নতুন প্রকল্প কার্যকরী করতে হতে পারে। কাজে ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখুন।
মেষ :
আজ ওঠাপড়ার মধ্য দিয়ে সময় কাটাতে হবে মেষ রাশির জাতকদের। মনের মধ্যে নানান চিন্তাভাবনা আসবে। পারিবারিক বিষয়ের কারণে চিন্তিত থাকবেন। আলোচনার মাধ্য়মে সমস্যার সমাধানের চেষ্টা করুন। চাকরিজীবী জাতকরা কাজে মনোনিবেশ করুন। এর ফলে আর্থিক বিষয়ে লাভ হবে। ব্যয় করতে পারেন ইচ্ছামতো।