শর্মিলা চন্দ্র, ১ এপ্রিল: দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। যত দিন এগোচ্ছে, ততই নির্বাচনের পারদ চড়ছে। তেমনইদিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। এবার সাত দফায় হবে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করেই রাজ্যের স্কুলগুলিতে বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। সোমবার প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের স্কুলগুলিতে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে।
স্ত্রী-সহ দুই সন্তানকে খুন করে তিন দিন কাটালেন মৃতদেহের সঙ্গে! গ্রেফতার স্বামী
কতদিন অতিরিক্ত ছুটি পাবে পড়ুয়ারা?
প্রথম দফায় ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচন। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হবে প্রথম দফার নির্বাচন। সেই কারণে ১৬ থেকে ২০ এপ্রিল ওই এলাকার স্কুল বন্ধ থাকবে। এরপর দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ২৬ এপ্রিল। সেই কারণে ওই তিন কেন্দ্রে ২৪ থেকে ২৭ এপ্রিল স্কুল বন্ধ থাকবে। এর পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুলগুলিতে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে। সব মিলিয়ে গরমের ছুটির আগে উত্তরবঙ্গের স্কুলগুলি বেশ কয়েকদিন অতিরিক্ত ছুটি পাচ্ছে।
উল্লেখ্য, হাওয়া অফিস আগেই জানিয়েছিল এপ্রিলের শুরুতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। দিন দিন তাপমাত্রা বাড়তে পারবে। আবহাওয়াবিদদের আশঙ্কা এবছর ভোটের সময় অত্যাধিক গরম পড়বে। সেই আশঙ্কায় এবার স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হল।