শিশুর চোখ থেকে জল পড়ছে বা জ্বালা করছে !

ব্যুরো নিউজ,১৭ মার্চ :  গরমের দিনে চোখের নানা সমস্যা বৃদ্ধি পায়, বিশেষ করে যখন শিশুরা বাইরে থাকে। ঘামের কারণে চোখে অ্যালার্জি বা কনজাঙ্কটিভাইটিস (চোখের প্রদাহ) হতে পারে, যা শিশুদের জন্য খুবই অস্বস্তিকর। চোখ লাল হয়ে যায়, জল পড়ে এবং শিশুরা চোখে জ্বালা অনুভব করতে পারে।  বিশেষ করে রোদ থেকে ফিরেই যদি শিশুদের চোখ জ্বালা করে বা চোখ দিয়ে জল পড়ে তাহলে তা অ্যালার্জি হতে পারে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

কোন সমুদ্রে আছড়ে পড়ছে সুনিতার মহাকাশযান? ফেরা নিয়ে কোন রহস্য দানা বাঁধছে? জানুন বিস্তারিত

গরমে ঘামের কারণে চোখে নানা ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ হতে পারে, যা চোখের প্রদাহ সৃষ্টি করে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির (UV rays) কারণে চোখে অস্বস্তি বা জ্বালা হতে পারে। এমনকি, অতিরিক্ত রোদে থাকলে চোখের পাতার মূলে থাকা তৈল গ্রন্থিগুলোর সংক্রমণও হতে পারে, যা চোখের অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সময়ে শিশুর চোখের যত্ন নেওয়া জরুরি।

সুনিতা ও বুজকে ফেরাতে মহাকাশচারী crew 10 মিশনে কারা কারা অংশ নিলেন

শিশুর চোখকে রোদ থেকে নিরাপদ রাখার উপায়

১) রোদচশমা পরান: শিশুকে বাইরে নিয়ে যাওয়ার আগে অবশ্যই সানগ্লাস পরান, যা UV-A এবং UV-B রশ্মি প্রতিহত করতে পারে। সঠিক সানগ্লাস শিশুর চোখকে রোদ থেকে নিরাপদ রাখে। আপনি চাইলে, সানগ্লাস না দিলে ছোট আকারের টুপি পরিয়ে দিতে পারেন, যা শিশুর চোখের সুরক্ষা নিশ্চিত করবে।

মহাকাশ থেকে অবশেষে সুনিতারা ফিরছেন। তাদের আনতে উড়ে গেল ফ্যালকন- ৯

২) হাত ও চোখ পরিষ্কার রাখুন: শিশুদের হাত ধুলোময়লা এবং ব্যাকটেরিয়ায় ভরা থাকে। রোদে ফেরার পর তার হাত ভালো করে ধুয়ে দিন এবং চোখে ময়লা লাগানো থেকে বিরত থাকুন। কিছু বিশেষ ধরনের অ্যালার্জির লক্ষণ হতে পারে, যা সংক্রমণ ছড়াতে পারে। তাই পরিষ্কার হাত ও চোখ রাখা খুবই গুরুত্বপূর্ণ।

৩) উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন: রোদে অতিরিক্ত সময় কাটানোর কারণে শিশুর চোখ শুকিয়ে যেতে পারে। তাই চোখের যত্নে হালকা ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল ব্যবহার করুন যা চোখকে শীতল ও আরামদায়ক রাখতে সাহায্য করবে।

৪) শিশুর চোখে ঠাণ্ডা সেঁক দিন: যদি চোখে জ্বালা বা লাল হয়ে যায়, তাহলে শিশুকে ঠাণ্ডা পানি দিয়ে চোখে সেঁক দিতে পারেন। এটি চোখের লালভাব কমাতে এবং অস্বস্তি দূর করতে সাহায্য করবে।

৫) বিশেষজ্ঞের পরামর্শ নিন: যদি শিশুর চোখের সমস্যা দীর্ঘ সময় ধরে থাকে, বা চোখের কোনো অংশ ফুলে যায়, তাহলে তৎক্ষণাৎ পেডিয়াট্রিক চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

গরমের দিনে শিশুর চোখের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোদে বা গরমে দীর্ঘ সময় থাকার কারণে অ্যালার্জি বা অন্যান্য চোখের সমস্যার ঝুঁকি বাড়ে, তাই সতর্ক থাকা উচিত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর