sujit-basu-car-attack-dharamtala-protest

ব্যুরো নিউজ,১৬ অক্টোবর:শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্রতিমা প্রদর্শন শেষ করে একটি লরি ফিরছিল, আর পিছনে ছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ডাকে মানববন্ধন চলছিল। মন্ত্রীর গাড়িটি দেখতে পেয়ে মানববন্ধনে দাঁড়িয়ে থাকা জনতা ক্ষোভ প্রকাশ করে। অনেককেই মন্ত্রীর গাড়ির দিকে ছুটে যেতে দেখা যায়। সুজিতের অভিযোগ, তার গাড়িতে বোতলও ছোড়া হয়েছে। এই ঘটনার ফলে ধর্মতলা মোড়ে উত্তেজনা তৈরি হয়। তবে সুজিতের গাড়ি থামেনি এবং তিনি সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গাড়ি নিয়ে এগিয়ে যান। চলন্ত গাড়ির পিছনে কেউ কেউ চড়-থাপ্পড়ও মারেন।

রেড রোডের কার্নিভালে আটক তপোব্রত রায়ঃ আন্দোলনের নতুন মাত্রা

অসন্তোষ প্রকাশ

এই ঘটনার বিষয়ে সুজিত বলেন, “গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু এটি কেমন অসভ্যতা? গাড়িতে আক্রমণ করবে?” তিনি আরও বলেন, “আমাদের পুজোর লোক ছিল বেশি। সেখানে যদি পাল্টা আক্রমণ হত, তাহলে পরিস্থিতি আরও খারাপ হত। আমি চাইনি পুজোর মধ্যে ঘটনাটা বাড়তে দিতে।” মন্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবি, মানববন্ধন চলাকালীন সুজিতের গাড়ি তাদের প্রায় ঘাড়ের উপর দিয়ে গিয়েছে।

অমিত শাহের কলকাতা সফরঃবিজেপির সদস্য সংগ্রহ অভিযান

হালতুর বাসিন্দা নবনীতা দাস বলেন, “মন্ত্রী বলে কি মানুষকে গাড়ি চাপা দিয়ে মারবেন? তার গাড়ির চলাফেলা এমন ছিল যে এক সুতোর এ দিক-ও দিক হলেই আমার পা পিষে যেত।”অনেকে মনে করেন, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ নানা ভাবে প্রকাশ পেয়েছে রানি রাসমণি থেকে ধর্মতলা পর্যন্ত। দ্রোহের কার্নিভাল এবং মানববন্ধনের কারণে ধর্মতলা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এই পরিস্থিতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর