Sujan-Saugata-Shilbhadra fight in Dumdum

ব্যুরো নিউজ, ২৬ মার্চ: দমদম লোকসভা কেন্দ্রের সুজন-সৌগত-শীলভদ্র। এই তিন জনেই রাজনীতির অভিজ্ঞ ব্যক্তিত্ব। বলা যেতে পারে রাজনীতির ময়দানে লড়তে লড়তেই চুলে পাক ধরেছে তাদের। তাই কেউই একে অপরের থেকে কম নয়। একে অপরকে সমানে সমানে টেক্কা দিয়ে রাজি। ‘

রাজপ্রাসাদের মত বাড়ি, দামী ব্র্যান্ডেড গাড়ি! কত কোটির মালিক বলিউড কুইন কঙ্গনা?

দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম-প্রার্থী সুজন চক্রবর্তী। তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। ওই যে বললাম রাজনীতির ময়দানে লড়তে লড়তেই তাদের চুলে পাক ধরেছে। আর তা নিয়েই মজার রশদ খুঁজে পেয়েছেন সাধারণ মানুষ। মূলত মজার ছলেই সেখানকার বাসিন্দারা বলতে শুরু করেছেন ‘এবার সাদা চুলের লড়াই হবে দমদমে।

Advertisement of Hill 2 Ocean

স্যোশাল মিডিয়ায় বামেদের প্রচারে AI সঞ্চালিকা

এদিকে কেউই একে অপরকে টেক্কা দিতে ছাড়ছে না। ইতিমধ্যেই তা নিয়ে শুরু বাকযুদ্ধও। বিজেপি শিবির শীলভদ্রকে প্রার্থী করায় কটাক্ষ শানিয়েছে তৃণমূল শিবির। গত বিধান সভায় খড়দহে পরাজিত হয়েও এবার লোকসভায় লড়ছেন শীলভদ্র। ব্যপারটা মাধ্যমিকে ফেল করে উচ্চ-মাধ্য়মিক দেওয়ার মত বলে কটাক্ষ করেছেন সৌগত রায়। বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এর পাল্টা জবাবে বলেছেন, “মহারাষ্ট্রের আইপিএসও টুয়েলভ ফেল। তাই উচ্চ-মাধ্যমিক ফেল করেও আইপিএস হওয়া যায়। সেই নিদর্শনই দিয়েছেন তিনি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর