ব্যুরো নিউজ,১৮ জানুয়ারি:বাঁকুড়া জেলার সোনামুখী জঙ্গল থেকে দলছুট হয়ে দুটি হাতি দামোদর নদ পেরিয়ে প্রবেশ করেছে কাঁকসার জঙ্গলে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয়েছে হাতির আতঙ্ক। গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম এবং মৈপীঠ অঞ্চলে বাঘের আতঙ্ক ছড়ালেও, এবার কাঁকসার এলাকায় হাতির আগমনে নতুন আতঙ্ক তৈরি হয়েছে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, দুটি হাতি দলছুট হয়ে নদী পার করে কাঁকসায় প্রবেশ করেছে। বন্যপ্রাণীদের গতি-বিধির ওপর নজর রাখতে শুরু করেছে বনদফতর।
মহাকুম্ভ মেলায় ‘মাসকুলার বাবা’ এবং ‘আইআইটি বাবা’: অদ্ভুত চরিত্রের সাধুরা আকর্ষণ করছে সকলকে
হাতিদের বিরক্ত করা যাবে না
এদের নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, কারণ যদি হাতির দলটি লোকালয়ে প্রবেশ করে, তবে বড় ধরনের বিপদ ঘটতে পারে। বিশেষত, কোনও মানুষ যদি ভুলক্রমে জঙ্গলে প্রবেশ করে এবং হাতির মুখোমুখি হয়ে যায়, তা খুবই বিপজ্জনক হতে পারে।বনদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ করে কুয়াশার কারণে বন্যপ্রাণীরা মাঝেমধ্যে পথ ভুল করে মানুষের বসতিতে চলে আসে। সেজন্য তারা স্থানীয় মানুষদের প্রতি সতর্কবার্তা জানিয়েছে। সকাল থেকেই কাঁকসা অঞ্চলে মাইকিং শুরু হয়েছে, যাতে মানুষ জঙ্গলে প্রবেশ না করেন এবং হাতিদের বিরক্ত না করেন।
রাজনৈতিক ছবিতে আর অভিনয় নয়, কঙ্গনার বড় সিদ্ধান্ত
এছাড়া, যেকোনো অস্বাভাবিক ঘটনা বা হাতি দেখতে পেলে যেন অবিলম্বে বনদফতরকে খবর দেওয়া হয়, এই আবেদন জানানো হয়েছে বাসিন্দাদের। বনদফতরের একাধিক দল মাঠে নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।