শর্মিলা চন্দ্র, ২৫ এপ্রিল: সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। বুধবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের তরফে আদালতে দাখিল করা হয়। এরই মধ্যে এবার দুর্নীতি মামলায় নয়া মোড়। সূত্রের খবর অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।
অশোক গেহলটের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ
অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করল সিবিআই
উল্লেখ্য সোমবারই আদালত নির্দেশ দিয়েছিল, অযোগ্য প্রার্থীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং জিজ্ঞাসাবাদও করতে হবে। এবার সেই ৫, ২৪৩ জন অযোগ্য প্রার্থী তালিকা চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়েছে সিবিআই। সূত্রের খবর সেই প্রার্থী তালিকা হাতে পাওয়ার পরই অযোগ্য প্রার্থীদের প্রক্রিয়া শুরু করবে সিবিআই। এবং দ্রুত সেই প্রক্রিয়া শুরু করা হবে বলেও সিবিআই সূত্রের খবর।
সন্ধ্যার নাস্তাতে চটপট বানিয়ে ফেলুন বিদেশী স্টাইলের ‘মন চাও স্যুপ’, একবার খেলে খেতে হবে বারবার
প্রসঙ্গত, গত সোমবার ২০১৬-র স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছে। সেই কারণেই, ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করার কাজ শুরু হল। এরপরেই প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।