শীতের শুরুতে দক্ষিণ দিনাজপুরে লেপ-তোশক বানানোর ব্যস্ততা

ব্যুরো নিউজ,৪ নভেম্বর:দক্ষিণ দিনাজপুরে নভেম্বর মাসের শুরুতেই শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। যদিও পুরোপুরি শীত এখনও আসেনি, তবুও শেষ রাত ও ভোরে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে।এই সময়টাতে লেপ তৈরির কাজ জমজমাট হয়ে উঠেছে। স্থানীয় কারিগরদের পাশাপাশি বিহার থেকে আসা কারিগররাও এখন কাজের চাপে রয়েছেন।অনেকে নিজেদের ঘরে বাক্সবন্দি করে রাখা লেপ-তোশক বের করে মেরামত করছেন, আবার কেউ নতুন করে তৈরির কাজে ব্যস্ত। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকার কারিগররা এখন লেপ-তোশক তৈরি করছেন, আর বাতাসে উড়ে বেড়ানো তুলা জানান দিচ্ছে শীত আসছে। জেলায় বিভিন্ন দোকান ও হাটবাজারে লেপ-তোশক বিক্রির কাজও বেড়ে গেছে।

চুল পড়া থেকে মুক্তির উপায়ঃ মেথির জাদু সিরাম

কারিগরদের মুখে হাসি

একজন কারিগর জানান, ‘সপ্তাহ খানেক আগে তেমন কাজ ছিল না, কিন্তু এখন ভোরের কুয়াশায় শীতের আমেজ দেখা দিচ্ছে। তাই অর্ডারও বেড়েছে।’ আরেক কারিগর আহমদ আলী বলেন, ‘এখন শীতের শুরু। কিছুদিনের মধ্যেই রাত-দিন কাজ করতে হবে আমাদের। বর্তমানে পুরনো লেপ ভেঙে নতুন করে তৈরি করার অর্ডার বেশি আসছে।’ বিহার থেকে আসা লেপ-তোশক তৈরির কারিগর মন্টু চৌধুরী বলেন, ‘গত এক সপ্তাহে প্রতিদিন ৫ থেকে ১০টি লেপের অর্ডার পাচ্ছি। বিয়ের মাস ও শীতের কারণে প্রতিদিন ২০ থেকে ২৫টি অর্ডার পাব বলে আশা করছি।’ তিনি জানান, লেপের দাম ১,০০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে, এবং ৫ কেজি তুলো দিয়ে বানানো হচ্ছে।

ওয়াশ আউট, রোহিত ব্রিগেডের দর্পচূর্ণ

অন্য এক কারিগর রাকেশ চৌধুরী বলেন, ‘আমরা শীত শুরু হওয়ার আগেই অর্ডার পেতে শুরু করেছি এবং কিছু লেপ-তোশক অগ্রিম তৈরি রাখছি।’ তবে তিনি উল্লেখ করেন, তুলোর দাম বাড়ায় বড় লেপের দাম গত বছরের তুলনায় ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে গেছে, এবং সিঙ্গেল লেপের দামও ১০০ টাকা বেড়ে গেছে।এভাবে দক্ষিণ দিনাজপুরের মানুষ এখন লেপ-তোশক তৈরির কাজে ব্যস্ত।ব্যাপক অর্ডার পেয়ে কারিগরদের মুখে হাসি ফুটেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর