ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :বাংলা গানের জনপ্রিয় শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক তার অসাধারণ গায়কী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্প্রতি অর্জন করেছেন একটি বড় সাফল্য। সারেগামাপা-র মঞ্চে এবং জাতীয় রিয়েলিটি শোতে তার অসাধারণ পারফরম্যান্স সবার নজর কেড়েছিল। ২০১৯ সালে বাংলা সারেগামাপা-তে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন স্নিগ্ধজিৎ, এবং জাতীয় মঞ্চেও সেমিফাইনালে পৌঁছালেও শিরোপা জিততে পারেননি। তবে তা তাকে থামিয়ে রাখতে পারেনি। আজ তিনি শিল্পী হিসেবে সাফল্যের শিখরে।
ক্যানসারকে হারিয়ে কাজে ফিরছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী
কি শেয়ার করলেন তিনি?
স্নিগ্ধজিৎ ভৌমিক ইতিমধ্যে হৃতিক রোশনের চলচ্চিত্র ‘বিক্রম বেদা’-তে প্লেব্যাক গান গেয়েছেন এবং দেশের পাশাপাশি বিদেশে নানা শো-তেও অংশ নিয়েছেন। সঙ্গীতের জগতে তার সাফল্য যেন দিনে দিনে বেড়েই চলেছে। একদিকে শো, অন্যদিকে তার নতুন গানের কাজ—এসবের মাঝে তিনি একটি সুখবর শেয়ার করেছেন তার অনুরাগীদের সঙ্গে।সম্প্রতি স্নিগ্ধজিৎ তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি তার নতুন গাড়ি কেনার মুহূর্তটি উদযাপন করছেন। স্নিগ্ধজিৎ তার পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করেছেন। তিনি একটি Mahindra XUV500 গাড়ি কিনেছেন, যার মূল্য ১১ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। তিনি নিজের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘নতুন সদস্য, স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। আমার বাবা-মা, স্ত্রী, ব্যান্ড, শুভাকাঙ্ক্ষী এবং সকলের প্রতি কৃতজ্ঞ।’
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজন
স্নিগ্ধজিৎ তার জীবনের প্রথম দিকে আর্থিক অসুবিধার মধ্যে ছিলেন, কিন্তু তার মা তাকে কখনো হারতে দেননি। তার সাফল্যের পেছনে রয়েছে পরিবারের অকৃত্রিম ভালোবাসা এবং সমর্থন। তিনি একসময় বলেছিলেন, ‘এমন দিনও গেছে, যখন আমার কাছে তানপুরা ছিল না, তবে অদিতি নিজের রক্ত বেচে আমাকে তানপুরা কিনে দিয়েছিল।’আজকের স্নিগ্ধজিৎ ভৌমিক বাঙালির গর্ব, এবং তার নতুন গাড়ি কেনার মুহূর্তটি তার জীবনের একটি বিশেষ অর্জন হিসেবে চিহ্নিত হয়েছে।