ব্যুরো নিউজ, ২১ জানুয়ারি :টেলিভিশন জগতে শোকের ছায়া। আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজন। ১৯ জানুয়ারি, উমেরগাঁওর একটি আবাসনে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। তাঁর মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। অভিনেতার বয়স হয়েছিল ৪৪ বছর।
চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনে জটিলতা: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চলমান আইনি লড়াই
কি হয়েছিল তার?
জানা যাচ্ছে, রবিবার নিজের শো ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ এর শ্যুটিং করছিলেন যোগেশ মহাজন। শ্যুটিংয়ের মাঝেই তিনি অসুস্থ বোধ করেন, যার পর তিনি সেট ছেড়ে শ্যুটিং কমপ্লেক্সের মধ্যেই নিজের ফ্ল্যাটে ফিরে যান। কিছু সময় পর, সহ-অভিনেতা এবং কলাকুশলীরা তাঁকে খুঁজতে যান, কিন্তু ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। অনেকবার ধাক্কা দেওয়ার পরও দরজা না খুললে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, অভিনেতা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তৎক্ষণাৎ তাঁরা অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।পরে জানা যায়, হৃদরোগের কারণে মৃত্যু হয়েছে যোগেশ মহাজনের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছে টেলিভিশন ইন্ডাস্ট্রি। ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ ছাড়াও ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘দেবো কে দেব মহাদেব’ সহ আরও বেশ কিছু জনপ্রিয় টেলিভিশন শোতে কাজ করেছেন তিনি। পাশাপাশি, ‘মুম্বাইচে শাহানে’ এবং ‘সংসারচি মায়া’র মতো মারাঠি সিনেমাতেও তাঁর অভিনয় ছিল প্রশংসিত।
ট্রাম্পের নতুন নীতিতে আমেরিকায় সরকারি নথিতে শুধুমাত্র পুরুষ এবং মহিলা লিঙ্গের উল্লেখ
যোগেশ মহাজনের সহ-অভিনেতা আকাঙ্ক্ষা রাওয়াত এক বিবৃতিতে জানিয়েছেন, “তিনি খুবই প্রাণবন্ত মানুষ ছিলেন এবং তাঁর হাস্যরসের অনুভূতিও ছিল অসাধারণ। এক বছর ধরে আমরা একসঙ্গে শুটিং করেছি, কিন্তু এই আচমকা খবরে আমরা সবাই হতবাক।” ২০ জানুয়ারি, মুম্বইয়ের বোরিভালি পশ্চিমে প্রগতি হাইস্কুলের কাছে যোগেশ মহাজনের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। ৭ বছর বয়সী একটি ছেলে রেখে গেছেন তিনি, যাঁর ওপর এই সময়টা খুবই কঠিন হবে।