ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর :পুলিশের কুকীর্তির নজির এবার সামনে এল। এবার সেই নজির এক অদ্ভুত ধরণ। দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ব্যবসায়ীর গাড়ি আটকে তল্লাশির নামে ছিনিয়ে নিল এক কোটি এক লক্ষ টাকা। দিল্লির ওই ব্যবসায়ী ঘটনাটি নিয়ে অভিযোগ জানাতে থানায় গেলে সেখানেই দেখেন ওই ছিনতাইকারি পুলিশ কর্মী বসে রয়েছে।আর তা দেখেই অবাক হয়ে গেছেন ওই ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম পঙ্কজ চাওলা। দেখা যায় সাদা পোশাকে ওই ছিনতাই বাজ পুলিশ তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসআই ও সিআইডি কর্মী সহ ৬ জন অভিযুক্তই বসে রয়েছে থানায়। থানার বড়বাবু ও উচ্চপদস্থ অফিসারদের বিষয়টি জানানো হয়। আর এর পরেই গ্রেফতার করা হয় এএসআই অসীম চক্রবর্তীকে। জেরার মুখে অসীম তার কুকীর্তির কথা স্বীকার করে।
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি | মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী
গ্রেপ্তার ৬ পুলিশ কর্মী
প্ল্যাটফর্মে রিল ভিডিও বানাতে বানাতে প্রাণ বাঁচালো এক বৃদ্ধকে
আসানসোল- দুর্গাপুর কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, অসীম সহ সিআইডি ও অন্যান্য ৬ জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে। ওই ছয় জনকেই থানায় নিয়ে আসা হয়। অসীমের কাছে কিভাবে পঙ্কজ গুপ্তার গাড়িতে টাকা ছিল সে খবর এলো কিভাবে সেটাই প্রশ্ন। পঙ্কজের ধারণা তার পরিচিত কেউ পুলিশকে খবর দিয়েছে। আর তারপরেই অসীম সহ পুলিশ কর্মীরা, তাদের তল্লাশি চালায়। পুলিশ পঙ্কজ এর ব্যবসায়িক পার্টনারকে খুঁজে বেড়াচ্ছেন। এখন দেখার আইন রক্ষার দায়িত্বে থাকা দোষী পুলিশ কর্মীদের কি সাজা দেওয়া হয়।