ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর :অনেকেই আছেন যারা জনবহুল রাস্তা কিংবা রেল স্টেশনে গিয়ে ভিডিও তৈরি করে ।এই জন্যই সমাজ মাধ্যমে সমালোচিত হতে হয় অনেকেই।এর কারনেই প্রচুর দুর্ঘটনাও ঘটে। কিন্তু এবার ঠিক ঘটল এর উল্টোটাই। ইনস্টাগ্রামের রিল ভিডিও বানাতে গিয়েই এক তরুণ প্রাণ বাঁচালেন এক বৃদ্ধের। আর সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইভিএম নিউজ।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন শিক্ষকরা
সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও
মাঝ আকাশে বিকল হয়ে পড়ে বিমানের ইঞ্জিন জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে
প্ল্যাটফর্মে রিল ভিডিও বানাচ্ছিল এক তরুণ। আর সেই সময় চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে পড়ে যান এক বৃদ্ধা। আর ঠিক সেই সময়ই ওই বৃদ্ধকে ধরে ফেলে সেই তরুণ। রিল তৈরি করতে থাকা সেই যুবক বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে তোলেন সেই বৃদ্ধকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছিল ৫ ই সেপ্টেম্বর। ইতিমধ্যেই তা দেখা হয়েছে ৩ লক্ষ বার। এই ভিডি যারা দেখেছেন নানারকম প্রশংসাও করেছে সেই তরুণকে। তরুণের উপস্থিত বুদ্ধি প্রশংসা করেছেন প্রায় অনেকেই। অনেকেই লিখেছেন তাকে, যখনই জীবনে সুযোগ পাবেন সাহায্য করবেন। আর একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাকে কৃতজ্ঞতা স্বীকার করেছেন, তিনি লিখেছেন, বৃদ্ধ ব্যক্তিকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ নাচতে থাকুন এবং রিল তৈরি করতে থাকুন।