ব্যুরো নিউজ,১৫ জানুয়ারি:চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে, ভারতের দল নিয়ে এখনও কোনো ঘোষণা হয়নি, তবে ভারতীয় মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার নির্বাচকদের উদ্দেশ্যে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে মিডল-অর্ডারে ব্যাট করতে চান এবং এর জন্য তিনি যেকোনো পজিশনে প্রস্তুত আছেন।
বন্দে ভারত এক্সপ্রেস এবার শিয়ালদা থেকেও? কবে থেকে নতুন যাত্রার সূচনা হতে চলেছে?
শ্রেয়স আইয়ার কি বললেন?
এক সাক্ষাৎকারে শ্রেয়স আইয়ার বলেন, “আমি ব্যাটিং অর্ডারে যেকোনো জায়গায় ব্যাট করার জন্য প্রস্তুত। কেএল এবং আমি বিশ্বকাপে মিডল অর্ডারে ব্যাট করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আমরা দুর্দান্ত মৌসুম কাটিয়েছি, তবে ফাইনালে আমাদের শেষটা ঠিক সেভাবে হয়নি, যেভাবে আমরা চেয়েছিলাম। যদি আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়, তবে এটি আমার জন্য গর্বের বিষয় হবে।” তিনি আরও বলেন, “আমি মনে করি, আমি যেকোনো পজিশনে ব্যাট করতে পারি। যেমন KKR-এর হয়ে আমি ব্যাটিং করেছি, ঠিক সেভাবে। কিছু লোক মনে করে যে আমার পরিসংখ্যান যথেষ্ট ভালো নয়, তবে যদি আপনি আমার বিভিন্ন পজিশনে ব্যাটিং গড় এবং স্ট্রাইকরেট দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তা দলের জন্য কতটা কার্যকর। আমি নমনীয় হতে পছন্দ করি এবং যে কোনো জায়গায় ব্যাট করার জন্য প্রস্তুত আছি।”
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ১১ ম্যাচে ৬৬.২৫ গড়ে এবং ১১৩.২৪ স্ট্রাইকরেটে তিনি ৫৩০ রান করেছিলেন। এই টুর্নামেন্টে তিনি দুটি সেঞ্চুরি এবং তিনটি ফিফটি করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১২৮ রান। তিনি প্রথম মিডল-অর্ডার ব্যাটার, যিনি একক বিশ্বকাপে ৫০০ রান করেছিলেন।এছাড়া, আইয়ারের পরিসংখ্যান যদি আরো গভীরভাবে দেখা হয়, তাহলে বোঝা যাবে যে তিনি যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত এবং ভারতের জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।