ব্যুরো নিউজ, ৬ জুলাই: এই নিয়ে তৃতীয়বার দিল্লির মসনদে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই জয়কে সেলিব্রেট করতেই বিজেপির উদ্যোগে বিজয় সম্মেলন। তবে শুক্রবার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ছাতনি এলাকায় বিজেপির বিজয় সম্মেলনে দেখা গেল আলাদা ছবি।
সাইকেল নিয়ে রাশিয়ার পথে বাংলার ছেলে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউটে দুধ ঢেলে পুজো করলেন বিজেপি কর্মীরা। এলাকার বিজেপির মণ্ডল সভাপতি অতুলচন্দ্র দাসের কথায়, তিনি ভগবান, রামের পরে তিনিই অবতার। তিনি বলেন, আমি ওনার একান্ত ভক্ত। রামের পরে যদি কাউকে ভগবান বলে মনে করে থাকি তিনি নরেন্দ্র মোদী। শ্রী চৈতন্য মহপ্রভু যুগে যুগে অবতার হিসাবে এসেছেন। অবতার হিসাবে মোদী এখন পৃথিবীতে এসেছেন। আমরা উপোষ থেকে দুধ দিয়ে স্নান করিয়ে ওনার পুজো করছি।
তবে এনিয়ে কটাক্ষ শানিয়েছে শাসকদল। তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, মোদী তো নিজেই বলেছেন তিনি মানুষের সৃষ্টি নন, তিনি অবতার। এদিকে তাঁকেই অন্য দলের সমর্থন নিয়ে সরকার গড়তে হচ্ছে। চ্যালারা দুধ দিয়ে স্নান করালেও কোনও লাভ নেই। এই সরকার পড়ে যাবে।