ব্যুরো নিউজ, ২৭ মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের কুমন্তব্য দিলীপ ঘোষের। দুর্গাপুরে প্রচারে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন। আর দিলীপ ঘোষের সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। আর তা নিয়েই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের।
তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন, মিমি, নুসরত
দিলীপের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে গোটা রাজ্য। তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এবিষয়ে লেখা হয়, ‘বাংলার মহিলাদের জন্য একটুও সম্মান নেই দিলীপ ঘোষের। সেটা হিন্দু ধর্মের দেবীই হোক বা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।’ আর তা নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দলও। এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। বুধবারই CEO অফিসে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপরই দিলীপ ঘোষকে শো কজ নোটিশ দেওয়া হয়। এই গোটা ঘটনায় বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষকে সমর্থন করেনি। উল্টে প্রকাশ্যেই এই মন্তব্যের বিরোধীতা করতে দেখা গিয়েছে বিজেপি শিবিরকে। এই মন্তব্যের জেরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।