ব্যুরো নিউজ,৯ অক্টোবর:বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন এই নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, তার ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার গুজব উঠেছে। এ বিষয়ে মুখ খুললেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।জয় জানিয়েছেন, তার মা এখনও ভারতেই আছেন এবং দেশের বাইরে যাওয়ার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সোমবার রাতে গণমাধ্যমের সামনে বলেন, “মা ভারত ছেড়ে কোথাও যাচ্ছেন না।” জয় এও দাবি করেন যে, তার মাকে দেশের বাইরে যাওয়ার জন্য কোনো চাপও দেওয়া হচ্ছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যালেঞ্জ
হাসিনার আত্মগোপন
বাংলাদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিছুদিন আগে প্রাক্তন সংসদ সদস্য শামিম ওসমানকে আরবে দেখা গিয়েছিল এবং সেখানে শেখ হাসিনা আত্মগোপন করেছেন বলেও খবর বেরিয়েছে। কিন্তু এসব দাবি কোনো সরকারী বা আনুষ্ঠানিক প্রমাণ ছাড়াই।শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র বিক্ষোভের পর কার্যত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তখন তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। তবে, এরপর থেকে তাদের অবস্থান নিয়ে কোনো স্পষ্ট তথ্য নেই। ভারত সরকার একবার জানিয়েছিল যে, খুব অল্প সময়ের নোটিসে শেখ হাসিনা ভারতে পৌঁছেছেন। কিন্তু এখন তিনি কোথায় রয়েছেন, তা পরিষ্কার হয়নি।
দুর্গাপুজোয় মহিলাদের নিরাপত্তাঃ রেলের কঠোর ব্যবস্থা
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। ফলে, শেখ হাসিনার ভারতে আশ্রয়ের পরিস্থিতি এখনো অজানা রয়ে গেছে।শুরুতে ধারণা করা হয়েছিল, তিনি হয়তো লন্ডনে যেতে পারেন। কিন্তু এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।