শর্মিলা চন্দ্র , ৯ মে : সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক স্তরে বেশ কয়েকবার আলোচনা হয়েছে বলেও খবর। প্রসঙ্গত দু-দিনের ঢাকা সফরে গিয়েছেন বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। ভারতীয় বায়ুসেনার বিমানে বুধবারই ঢাকা পৌঁছেছেন তিনি। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দিতেই বিদেশ সচিবের ঢাকা সফর।
কোভিড ভ্যাকসিন তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা
‘আমি গর্বিত যে আমি ভারতীয়’ কংগ্রেস নেতার বর্ণ বিদ্বেষী মন্তব্যের জবাব অসমের মুখ্যমন্ত্রীর
দু-দিনের ঢাকা সফরে বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা
এছাড়াও বিদেশ সচিবের বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মামুদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ মোমেনের সঙ্গে আলোচনায় বসতে পারেন বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা। পাশাপাশি শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ ও কর্মসূচি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসেই পঞ্চমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই নতুন বিদেশমন্ত্রী হাছান মামুদকে দিল্লিতে পাঠিয়েছিলেন। সেই সময়েই হাসিনার ভারত সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, এখনও চারদফা লোকসভা নির্বাচন বাকি রয়েছে। ফলাফল আগামী ৪ জুন। এই আবহে ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে যথেষ্ট তৎপর। বিদেশ সচিবের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও পাঠিয়েছেন মোদী। নির্বাচনের মাঝে কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতেও মোদী সরকার তৎপর এমনটাই মত ওয়াকিবহল মহলের। প্রসঙ্গত, বিদেশ সচিব ঢাকা পৌঁছনোর কিছু আগেই সীমান্ত হত্যা নিয়ে মন্তব্য করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মামুদ। বেশ কয়েকবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। সম্প্রতি সীমান্ত এলাকায় দুজন নিহত হন। এই আবহে বিদেশ সচিবের ঢাকা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আলোচ্য বিষয় কী কী হতে পারে সেদিকেও নজর রয়েছে কূটনৈতিক মহলের।