ব্যুরো নিউজ,২৭ নভেম্বর:প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট মঙ্গলবার তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দিলেও, দুপুরে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিল। গত মার্চ মাসে ইডি শান্তনুকে গ্রেফতার করেছিল। পরবর্তীকালে, সিবিআইও শান্তনুর বিরুদ্ধে হেফাজতের আবেদন জানিয়ে তার গ্রেফতারির পরিপ্রেক্ষিতে আদালতে সওয়াল করেছিল।
কুড়ি টাকার জন্য মর্মান্তিক খুন, ছেলের হাতে প্রাণ হারালেন মা
চার দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ
কলকাতা হাই কোর্টে শান্তনু জামিন পাওয়ার পর, বিকেলে সিবিআই তাকে তাদের হেফাজতে নিতে চায়। আদালত থেকে বেরিয়ে গাড়িতে যাওয়ার সময় শান্তনু গলা চড়িয়ে বলেন, ‘‘সত্যিটা দেখান!’’ জামিন পেয়ে আবার গ্রেফতার হওয়ার কারণে তিনি প্রশ্ন তুলেছেন, ‘এটা কি কোনও কৌশল?’ শান্তনুর আইনজীবীও সিবিআইয়ের এই পদক্ষেপকে প্রশ্ন করেছেন। তিনি আদালতে বলেছেন, ‘আজ তো আমি জামিন পেয়েছি, কিন্তু সিবিআই কেন হেফাজতে নিচ্ছে? এতদিন পরে কেন শান্তনুকে গ্রেফতার করা হচ্ছে? তিনি তো পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রভাবশালীও নন!’ তবে সিবিআই দাবি করেছে, শান্তনু চাকরিপ্রার্থীদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন এবং তদন্তে পাওয়া ডিজিটাল প্রমাণ ও বয়ান থেকে তার নাম উঠে এসেছে। এ কারণে, সিবিআই তাকে হেফাজতে নিয়ে আরও তদন্ত করতে চায়। আদালত সেই আবেদন মেনে শান্তনুকে সিবিআইয়ের চার দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
নতুন প্রযুক্তির প্যান কার্ড, কীভাবে হবে সুবিধা?
শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবী প্রশ্ন তুলেছেন, কেন এতদিন পর সিবিআই তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে, যখন তদন্তের জন্য এত সময় পেয়েছে। তবে সিবিআইয়ের দাবি যে শান্তনুর বিরুদ্ধে দৃঢ় প্রমাণ রয়েছে, সে বিষয়েও তারা গুরুত্ব দিয়েছে। আগামী দিনগুলোতে এই মামলার আরও অগ্রগতি হতে পারে, যা প্রভাব ফেলতে পারে রাজ্যের রাজনীতিতে।