ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর :মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘূর্ণিঝড় ডানা সম্পর্কিত আগাম সতর্কতা থাকলেও নদীতে মাছ ধরতে গিয়ে ঘটে গেল একটি বড় বিপত্তি। ছ’টি ডিঙি নৌকা ডুবে যাওয়ার সাতজন মৎস্যজীবী নিখোঁজ হন। তবে পরে চারজন সাঁতার কেটে ফিরে আসেন। এখনও তিনজনের খোঁজ মিলেনি।
ভারী বৃষ্টিতে বহুতল ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
কাঠগড়ায় ব্লক প্রশাসন
কলকাতায় আসছেন না অমিত শাহঃ আবহাওয়ার কারণে বাতিল সফর
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকজন মৎস্যজীবী উত্তাল গঙ্গায় মাছ ধরতে নেমে পড়েছিলেন। এর মধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে নৌকাগুলি ডুবে যায়। এলাকাবাসীরা পুরো ঘটনায় স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘বন্যার সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল। প্রশাসন যদি আরও সচেতন হতো এবং মাইকিং করে মানুষকে সাবধান করত, তাহলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত।’
আরেকজন প্রত্যক্ষদর্শী জানালেন, ‘একটি নৌকা থেকে একজন উঠে এলেন। এরপর অন্য একটি নৌকা থেকে ‘বাঁচাও-বাঁচাও’ বলে চিৎকার শোনা গেল। যতটুকু পারলাম, তাদের উদ্ধার করতে চেষ্টা করেছি।’
ডানার দাপটে আতঙ্কে বন্ধের সিদ্ধান্ত নিল পুরীর জগন্নাথ মন্দির!
এদিকে, সামশেরগঞ্জের বিডিও ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘নৌকাডুবির ঘটনা ঘটেছে। কিন্তু কতজন নিখোঁজ সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া মুশকিল। প্রশাসন আগেই সতর্ক বার্তা দিয়েছিল। মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে বিপদের মুখে পড়ে।’