tmc থেকে bjp তে

 

ব্যুরো নিউজ,১২ মার্চ: ভোট আসা মানে দলবদলের হিড়িক পরে উভয় শিবিরে।এবারের ১৮তম লোকসভার নির্বাচনেও নেই তার ব্যতিক্রম। দলে দলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যোগ দিতে শুরু করেছে বিজেপিতে। তাই পদ্ম শিবিরের পোয়া বারো। লোকসভা নির্বাচন যেন সদর দরজায় কড়া নাড়ছে। আর ঠিক লোকসভা ভোটের আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৭০০ জন মানুষ জোড়াফুল শিবির ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাজনৈতিক হটস্পট নন্দীগ্রামে লোকসভা ভোটের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে বিজেপির পায়ের তলার মাটি শক্ত করল এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

লোকসভা ভোটের আগে বড় ভাঙ্গনের শিকার জোড়াফুল শিবির!

নন্দীগ্রামের এক নম্বর ব্লকে প্রায় ৩৫% সংখ্যালঘু ভোটার বসবাস করে। সেখানে লোকসভা নির্বাচনের আগে এইভাবে দলে দলে বিজেপিতে যোগদান খানিকটা হলেও বিজেপি পাঁচতলার মাটি শক্ত করলো। নন্দীগ্রামের কালীচরণপুর, দাউদপুর, ভেকুটিয়া, সামসাবাদ, কেন্দামারি, হরিপুর , মহাম্মদপুর অঞ্চল থেকে দলে দলে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস প্রার্থীরা আজ বিজেপিতে যোগদান করলেন।

 

বিজেপি থেকে বিদায় নিলেন গৌতম গম্ভীর

লোকসভার আগে দলের অন্তঃ দ্বন্দ্ব তুঙ্গে! অর্জুনকে ফের কটাক্ষ

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী ফুল বদলেছেন৷ তৃণমূলের নারী দিবসের ব়্যালিতে 7 মার্চ দেখা গিয়েছিল পদ্মের নেতাকে। ডাক্তারবাবু লোকসভার টিকিট পেয়েছেন তৃণমূলে গিয়েই৷ বিজেপির নেতার বিরুদ্ধেই মুকুটমণি এবার নামবেন ভোটের ময়দানে৷

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর