ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:আগামী সোমবার, ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আরও কিছুদিন জেল হেফাজতে থাকতে হবে। আদালতে সন্দীপ-পক্ষ, অভিজিৎ-পক্ষ এবং সিবিআইয়ের আইনজীবীদের মধ্যে তুঙ্গে ওঠে সওয়াল-জবাব। এই মামলায় আদালত সিদ্ধান্তে পৌঁছেছে যে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আরও কিছুদিন জেল হেফাজতে রাখা হবে যার ফলে তাদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
বাস্তব ভিত্তি নেই
আদালতে অভিজিৎ মণ্ডলের আইনজীবী দাবি করেন সিবিআই কোনও নতুন তথ্য উপস্থাপন করতে পারেনি তাই জেল হেফাজতের প্রয়োজন নেই। অন্যদিকে, সিবিআই পক্ষের আইনজীবী জানান জামিন দিলে প্রমাণ নষ্ট হতে পারে, সেই কারণে জামিন না দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। এর পাল্টা বক্তব্যে সন্দীপ ঘোষের আইনজীবী প্রশ্ন করেন এতদিন কোথায় তথ্য নষ্ট হয়েছে, তার কোনো জবাব নেই। তারা আরও দাবি করেন, সিবিআই শুধু প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা দেখাচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব ভিত্তি নেই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিএনপির ক্ষোভঃ বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত!
এই মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, বিশেষত আরজি কর কেলেঙ্কারি সম্পর্কিত। কিছুদিন আগেই সিবিআই সন্দীপ ঘোষসহ পাঁচজন এবং কিছু সংস্থার বিরুদ্ধে চার্জশিট পেশ করে। তবে, চার্জশিটের বিষয়ে রাজ্যের সম্মতির জটিলতা ছিল। আইনজীবীদের মতে, সন্দীপ ঘোষ সরকারি কর্মকর্তা হওয়ায়, চার্জশিট দাখিলের আগে রাজ্যের অনুমতি প্রয়োজন ছিল। রাজ্য যদি সম্মতি না দেয়, তাহলে তা আদালতে গৃহীত হতে পারে না এবং বিচার প্রক্রিয়ায় দেরি হতে পারে, এমন আশঙ্কাও ছিল।