Sandeshkhali

ব্যুরো নিউজ, ২০ ফেব্রুয়ারি: উত্তপ্ত সন্দেশখালি, সেখানকার মানুষের একটাই দাবি, শাহজাহানের ফাঁসি চাই.

সন্দেশখালির পর এবার হাওড়া! লাঠি ঝাঁটা হাতে তৃণমূলের বিরুদ্ধে পথে মহিলারা

Advertisement of Hill 2 Ocean

সন্দেশখালির ঘটনায় উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। সেখানকার প্রভাবশালী নেতা শিবু হাজরা ও উত্তম সর্দার গ্রেফতার হয়েছেন। তবে এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শাহাজাহান। এই পরিস্থিতিতে কোঠর আইনি লড়াই লড়ে অবশেষে সন্দেশখালি পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি সেখানে পৌঁছেছেন বাম নেত্রী বৃন্দা কারাট। সেখানের মহিলাদের সঙ্গে কথা বলেন তারা। সেই সঙ্গে অধরা শাহাজাহানকে ধরতে কেন্দ্রীয় টিমকে ভার দেওয়ার কথাও বলেছেন শুভেন্দু। এদিকে ইতিমধ্যেই সন্দেশখালি মামলায় ইডি সিবিআইকে যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

সন্দেশখালিতে  নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে, যা শুনে চমকে উঠেছে গোটা রাজ্যবাসী। সন্দেশখালির সেই নির্যাতিতাদের পাশে এসেছে জাতীয় এসসি এসটি কমিশনের প্রতিনিধি দলও। জাতীয় নারি ও শিশু সুরক্ষা কমিশনও তাদের সঙ্গে কোথা বলেছেন। গতকালই নির্যাতিতাদের সঙ্গে কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি নির্যাতিতাদের সঙ্গে কথা বলে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। সন্দেশখালির পরিস্থিতিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা মনে করেন এখানে রাষ্ট্রপতি শাসন জরুরি।

এরপরই আজ সমস্ত পুলিশি বাধা পেরিয়ে সন্দেশখালিতে পৌছায় শুভেন্দু ও শঙ্কর ঘোষ। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। তাকে দেখে দলে-দলে বেরিয়ে আসে গ্রামের মহিলারা। সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। মা- বোনেদের চোখের জল নিজের হাতে মুছে দিতে দেখা যায় জনদরদী নেতা শুভেন্দু অধিকারীকে। নিজেদের অভাব-অভিযোগও শোনান সকলে। অত্যাচারীদের অত্যাচারের বিরোধিতায় রব ওঠে শাহজাহানের ফাঁসির। ইভিএম নিউজ




		

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর