ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:১৫ জানুয়ারি মধ্যরাতে সইফ আলি খান নিজের বাড়িতে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণের শিকার হন। সে সময় সইফ ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিছুদিন পর, ২১ জানুয়ারি, তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেন এবং তারপর থেকে মুম্বই পুলিশকে নিয়মমাফিক তদন্তে সাহায্য করছেন। এই ঘটনা তাঁর ব্যক্তিগত জীবনে বড় একটি ঝড়ের সৃষ্টি করেছিল। কিন্তু সম্প্রতি, সইফ আলি খান প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে এসেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
শিশুর জন্মের সময় ফর্সা থাকলেও পরে কেন শ্যামলা হয় জানেন? জানুন এর বিজ্ঞানসম্মত কারণ
কেমন আছেন অভিনেতা?
সোমবার, সইফ মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন, যেখানে তাঁর পরনে ছিল ডেনিম শার্ট ও জিন্স। চুলে ব্যাকব্রাশ করা এবং পাতলা গোঁফে বেশ মানানসই লাগছিল। তবে, তাঁর বাঁ হাতে একটি ব্যান্ডেজ সবার দৃষ্টি আকর্ষণ করে। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকেন, “অভিনেতা কেমন আছেন?” সইফ নিজের উত্তরে বলেন, “এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে খুব ভাল লাগছে। আমি এই ছবিটি নিয়ে অনেক উত্তেজিত।”
অনিয়মিত পিরিয়ডসের সাইকেল এবং শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পান করুন এই কার্যকরী পানীয়গুলি
সেই দিন একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম তাদের পরবর্তী ছবির ঝলক প্রকাশ করে, যার মধ্যে অন্যতম সইফ আলি খান অভিনীত ‘জুয়েল থিফ’। ছবিটির কাহিনী একটি মূল্যবান হীরে চুরির ঘটনা নিয়ে। সইফ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট এবং ছবির অন্যতম প্রযোজক হলেন সিদ্ধার্থ আনন্দ। সইফ জানান, ‘‘এই ছবিটা নিয়ে দীর্ঘদিন ধরে সিদ্ধার্থের সঙ্গে কথা হয়েছে। আমি সবসময়ই এমন ধরনের ছবির অংশ হতে চেয়েছিলাম। এমন অসাধারণ সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম।’’
এদিকে, সইফ আলি খানের উপর আক্রমণকারী শরিফুল ইসলাম শেহজ়াদ এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। সম্প্রতি মুম্বই পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত করেছে যে, আক্রমণের সময় যিনি দেখা গিয়েছিলেন, তিনি ছিলেন শরিফুলই।এখন, সইফ আলি খানের জীবন কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে সেই আক্রমণের প্রভাব এখনও তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে রয়ে গেছে। তবে অভিনেতা তাঁর কাজের প্রতি আগ্রহ এবং নতুন ছবি নিয়ে যে উত্তেজনা প্রকাশ করেছেন, তা দেখিয়ে দিয়েছে যে তিনি কঠিন পরিস্থিতি সামলাতে সক্ষম।