বাঘিনীর উপর হামলা

ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : অসমের নগাঁও জেলার এক গ্রামে সম্প্রতি একটি বাঘিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। যার ফলে প্রাণীটির দু’টি চোখই নষ্ট হয়ে গেছে। কামাখ্যার সংরক্ষিত অরণ্য থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল তিন বছরের ওই বাঘিনী। বাঘের উপস্থিতি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও। শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে বাঘিনীকে ঘিরে ফেলে এবং ইট, পাথর ও লাঠি দিয়ে হামলা চালায়।

নারী মুক্তি হল কই? এতো রঙ্গ যাদু

একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়

বন দফতরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঘিনীটিকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে প্রাণীটির একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং অন্য চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রেঞ্জার বিভূতি মজুমদার জানিয়েছেন গত জুলাই মাসে বন্যার পর থেকে লোকালয়ে বাঘেদের আনাগোনা বেড়েছে। এই বাঘিনীটি কোনো গ্রামবাসী বা গবাদি পশুর ওপর আক্রমণ করেনি।বাঘিনীর উপর হামলার ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। হামলা থেকে বাঁচতে জলে ঝাঁপ মারে বাঘিনী এবং ১৭ ঘণ্টা পর বন দফতরের কর্মীরা তাকে উদ্ধার করেন।

ওয়েট টিস্যু কেনার আগে অবশ্যই সাবধান থাকুন

বৃহস্পতিবার আহত বাঘিনীকে কাজিরাঙার সেন্টার ফর ওয়াইল্ডলাইফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনজারভেশন (CWRC) এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাস্কর চৌধুরী জানান, বাঘিনীর দু’টি চোখই নষ্ট হয়ে গেছে এবং তার শরীরের অন্যান্য অংশেও গুরুতর আঘাত রয়েছে। বন দফতর গ্রামবাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর