rohit sharma

ব্যুরো নিউজ, ৮ মেঃ  ভারতের ক্রিকেট অঙ্গনে বড় চমক। টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন রোহিত শর্মা। আর এই খবর শোনার পর অবাক তাঁর দীর্ঘদিনের সতীর্থ অজিঙ্ক রাহানে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ শেষ হওয়ার পরেই রাহানে এই খবর জানতে পারেন। প্রাক্তন সতীর্থের এমন সিদ্ধান্ত শুনে দ্রুত ফোনে যোগাযোগ করার কথাও জানালেন তিনি।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

ম্যাচ শেষে খবর শুনে চমকে গেলেন রাহানে

রোহিত শর্মার টেস্ট থেকে বিদায়ের খবর প্রথমে ছড়ায় এক ওয়েবসাইট মারফত। শোনা যায়, ইংল্যান্ড সিরিজ থেকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে রোহিতকে। আর এই সিদ্ধান্তের পরই তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। সেই খবর যখন সমাজমাধ্যমে ঝড় তুলেছে, তখন কেকেআরের ম্যাচ চলছিল। খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহানে জানান, “তাই নাকি? আমি জানতাম না। সত্যি বলতে খুব অবাক হয়েছি। রোহিতকে শুভেচ্ছা জানাতে চাই। অসাধারণ টেস্ট কেরিয়ারের জন্য ওর প্রশংসা প্রাপ্য। ড্রেসিংরুমে ফিরে ফোন করব বা বার্তা পাঠাব।”

ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ মমতা!মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা “প্ররোচনা দেবেন না, শত্রু হয়ে যাব” দিল্লিতে আন্দোলনের পরামর্শ

রাহানে এবং রোহিত দুজনেই মুম্বইয়ের হয়ে একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন। ভারতীয় দলেও তাঁদের জুটি বহুবার দলের ভরসা ছিল। রোহিতের টেস্ট ক্যারিয়ারের উত্থান নিয়েও প্রশংসা করেছেন রাহানে। বললেন, “পাঁচ-ছয় নম্বরে মিডল অর্ডার থেকে শুরু করেছিল রোহিত। তারপর ওপেন করতে নেমে বিশ্বের সেরা ওপেনারদের মধ্যে জায়গা করে নেয়। ওর মানিয়ে নেওয়ার ক্ষমতা দুর্দান্ত। সব সময় বোলারদের শাসন করত, বাকিদেরও সেই স্বাধীনতা নিয়ে খেলতে বলত।”

দিঘার জগন্নাথধাম বিতর্কে মমতার গর্জন: ‘‘হিংসের ওষুধ হয় না!’’

উল্লেখ্য, রোহিত শর্মা ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার টেস্ট থেকেও সরে দাঁড়ালেন। ফলে জাতীয় দলের হয়ে তাঁকে কেবলমাত্র এক দিনের ক্রিকেটেই দেখা যাবে। এই ঘোষণার পর থেকে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ রোহিতের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার তাঁর আকস্মিক বিদায়ে হতাশ। ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ হিসেবে পরিচিত রোহিতের টেস্ট কেরিয়ার শেষ হলেও তাঁর এক দিনের মঞ্চে লড়াই এখনও অব্যাহত। এবার দেখার বিষয়, ভবিষ্যতে তিনি আরও কতদিন সাদা বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে খেলবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর