ব্যুরো নিউজ, ২ জুলাই : এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। গত ১৯ জুন ইডির তলবে হাজিরা দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ওইদিন প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডির দপ্তর থেকে বেরোনোর পর ওইদিন ঋতুপর্ণা জানিয়েছিলেন, ‘ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না।’
টাকার দায়েই নিলামে উঠল প্রায় শ’খানেক গির্জা! কোন দেশে এই অবস্থা?
ইডির জিজ্ঞাসাবাদের পরেই এই সিদ্ধান্ত
সলমন খানকে খুন করতে পাকিস্তানের একে-৪৭! ২৫ লাখের সুপারি!
আর এবার ৭০ লক্ষ টাকা ফেরানোর ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল বলেই মনে করছেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, এর আগে ২০১৯ এ রোজভ্যালি মামলায় ইডির তলবে সারা দিয়ে হাজিরা দিতে হয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সেবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ছেড়ে দিয়েছিলেন। এরপর তাকে আর রোজভ্যালি মামলায় তলব করা না হলেও রেশন বন্টন দুর্নীতি মামলায় তলব করেছিল ইডি।