ব্যুরো নিউজ ১২ নভেম্বর : সল্টলেকের ২ নম্বর গেটের কাছে মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাসের বেপরোয়া রেষারেষিতে প্রাণ হারাল চতুর্থ শ্রেণির ছাত্র আয়ুষ পাইন। ঘটনার সূত্রপাত যখন বিডি ব্লকের একটি বেসরকারি স্কুল থেকে ছুটি নিয়ে দুই ছাত্রকে স্কুটিতে নিয়ে বাড়ির পথে ফিরছিলেন তাদের এক অভিভাবক। ঠিক সেই সময় ২১৫ এ রুটের দুটি বাসের মাঝে রেষারেষি শুরু হয়। অভিযোগ, একটি বাস হঠাৎ স্কুটিতে ধাক্কা মারে।
এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করল রাজ্য কমিটি
চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও আয়ুষকে বাঁচানো সম্ভব হয়নি
ধাক্কার অভিঘাতে স্কুটি চালকসহ আয়ুষ ও আরও এক পড়ুয়া রাস্তায় ছিটকে পড়ে। তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর আয়ুষের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। এরপর তাকে কলকাতার একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও আয়ুষকে বাঁচানো সম্ভব হয়নি।
হলদিরামের জল জমার সমস্যার সমাধানে নড়েচড়ে বসল নবান্ন!
এই মর্মান্তিক ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় অভিভাবক এবং সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। হাডকো মোড়ে রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ-বিক্ষোভ। পরে রাস্তায় আয়ুষের দেহ রেখে বাসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে বাসে ভাঙচুর চালানো হয়। স্থানীয়দের দাবি, এমন দুর্ঘটনা রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
 
				
 
								 
								 
								 
								
















