রেশন দুর্নীতি মামলায় নতুন তথ্য

ব্যুরো নিউজ,৩০ অক্টোবর:সাম্প্রতিক তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন এবং ল্যাপটপের সূত্র ধরে রেশন দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য উঠে এসেছে। ইডি সূত্রে জানা গেছে, কলকাতার বাঙুর এলাকার এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। সেখানে হাওড়া সহ একাধিক জেলায় ১৪টি স্থানে জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠদের অফিস, বাড়ি ও গুদামে তল্লাশি চালানো হয়।

ইডির জেরার নিয়মে পরিবর্তনঃ রাতভর আটকে রাখার দিন শেষ!

আরও শক্তিশালী

তল্লাশি অভিযানের সময় ১০টিরও বেশি মোবাইল ফোন এবং ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রাথমিকভাবে মোবাইল ফোন ও ল্যাপটপের তথ্য যাচাই করে রেশন দুর্নীতির আরো নতুন তথ্য প্রকাশিত হয়েছে। অভিযোগ উঠেছে যে বেনামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করা হয়েছে এবং জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ ডিলাররা  কেন্দ্রীয় সরকারের ন্যায্যমূল্যের রেশন সামগ্রী খোলা বাজারে মোটা দামে বিক্রি করেছে।

আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ডাক্তারী লাইসেন্স বাতিলের আগে শুনতে হবে বক্তব্য

এছাড়াও, ওই দিন তল্লাশি অভিযানে বেশ কিছু কম্পিউটারের সিপিইউ পাওয়া গেছে।ওই সিপিইউ থেকে অনেক  গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে বলে দাবি তদন্তকারীদের। এই সব তথ্যের ভিত্তিতে ইডি তদন্তে নতুন মোড় নিতে চলেছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগগুলো আরও শক্তিশালী হতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর