ব্যুরো নিউজ, ২৫ এপ্রিল: কেমন কাটবে আপনার আজকের দিনটি
ধনু –
রিসার্চ সেন্টারে যাঁরা কাজ করেন, তাঁদের এই দিনে কিছু কিছু সমস্যা হতে পারে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে সব কম সম্ভব, বাড়ির বাইরে বেরোতে পারলে ভাল। একমাত্র জরুরি কাজেই বেরোন। না হলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা।
মকর –
রেস্তরাঁর ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের খাবারের মান ও স্বাদের দিকে আরও বেশি নজর দেওয়া জরুরি। পড়ুয়ারা বিবিধ বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করুন। মোটের উপর নিজেকে নানা কাজে ব্যস্ত রাখতে পারলে ভাল। তা হলে অসাধু সংসর্গ থেকে দূরে থাকতে পারবেন।
ত্বকের তারুণ্যভাব বজায় রাখতে কী করবেন?
কর্কট –
ব্যবসায়ীরা হয়তো তাঁদের কর্মচারীদের কাজ কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। তবে তাঁদের বুঝিয়ে বললে এই সমস্যা অনেকটাই কমবে। পড়ুয়াদের ক্ষেত্রে আরও বেশি করে লেখাপড়ায় মনোনিবেশ করা জরুরি। ঢিলেমি দিয়ে লেখাপড়া পরে পড়ুয়াকেই সমস্যায় ফেলতে পারে।
বৃষ –
বড় শিল্পপতিদের এই মুহূর্তে বৃহত্তর লক্ষ্য না রাখাই ভাল। যে কোনও ধরনের কাজের জন্যই মানসিক প্রস্তুতি থাকা দরকার। গ্রহের অবস্থানের জন্য বৃষ রাশির জাতক-জাতিকারা খানিক অলস হয়ে পড়তে পারেন। এদিন পরিবারের লোকজনেদের সঙ্গে মতাদর্শগত বিরোধের আশঙ্কা থাকছে। তাই নিজের মতামত গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা না করাই ভাল।
তুলা –
স্ট্রেসে দিন কাটতে পারে। কোনও কারণে টিম লিডার হতে না পারলে টিমের বাকি সদস্যদের উপর রাগ নয়। মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সতর্ক হয়ে কাজ করা দরকার। পরিস্থিতিগত ভাবে সবটাই আপনার পক্ষে থাকবে। বাড়িতে কোনও কিছু, যেমন আসবাব ইত্যাদি বদলাতে চাইলে আপাতত নয়। কারণ সেক্ষেত্রে পিঠে ব্যথা ইত্যাদি হতে পারে।