W.B. GOVERNOR

ব্যুরো নিউজ,১৮ এপ্রিল: রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত। অশান্ত মুর্শিদাবাদ সফরের সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন, সেই অনুরোধে সাড়া না দিয়ে শুক্রবার সকালেই শিয়ালদহ থেকে ট্রেনে রওনা দেন রাজ্যপাল।

শান্তির মুখোশে লুকানো উত্তেজনার আগুন: কী বললেন মুখ্যমন্ত্রী?

 অশান্ত এলাকা ঘুরে দেখার পরিকল্পনা

রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল প্রথমে মালদহে যাবেন এবং সেখানেই শুক্রবার রাত্রিবাস করবেন। শনিবার সকালে তিনি মুর্শিদাবাদের দিকে রওনা হবেন। সফরে তিনি শমসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি এবং ফরাক্কার মতো অশান্ত অঞ্চলগুলি পরিদর্শন করতে পারেন। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের জেরে এই এলাকাগুলিতে সম্প্রতি বড় ধরনের অশান্তি ছড়িয়েছে। ঘটেছে তিন জনের মৃত্যুও। রাজ্যপালের পরিকল্পনা অনুযায়ী, তিনি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবেন।

শুরু ধোঁয়া থেকে, শেষ কোথায়? রেলের আগুন এখন নিয়মিত আতঙ্ক!

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার কয়েকজন ঘরছাড়া মানুষের সঙ্গে রাজভবনে যান এবং রাজ্যপালের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। শমসেরগঞ্জ ও ধুলিয়ানে যাওয়ার অনুরোধ করেন তিনি। সুকান্ত দাবি করেছেন, সেই অনুরোধেই রাজ্যপাল মুর্শিদাবাদ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাজ্য সরকারের তরফে এই সফর নিয়ে আপত্তি জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রিকোয়েস্ট করব, বাইরে থেকে এখন কেউ ওখানে যাবেন না। আমিও যেতে পারতাম, যাইনি। কারণ আমার যাওয়া মানেই অন্যদেরও যাওয়ার তাগিদ তৈরি হবে।”

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

মুখ্যমন্ত্রী আরও বলেন, “ওখানে এখন শান্তির পরিবেশ ফিরেছে। আমরা আস্থা তৈরির (কনফিডেন্স বিল্ডিং) কাজ করছি। এখন প্রয়োজনে সবাইকে একসঙ্গে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি।” তবে এই অনুরোধ উপেক্ষা করেই রাজ্যপাল শুক্রবার সকালে সফর শুরু করেছেন এবং সম্ভবত শনিবার রাতেই কলকাতা ফিরে আসবেন বলে রাজভবন সূত্রে জানা গেছে। চাইলে এর থেকে ছোট নিউজ বুলেটিন বা সোশ্যাল মিডিয়া পোস্টের মতো সংক্ষিপ্ত ভার্সানও বানিয়ে দিতে পারি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর