রজনীকান্তের জন্মদিনে কিং খানের বিশেষ শুভেচ্ছা

ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:১২ ডিসেম্বর, বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত ৭৪ বছরে পা দিলেন। জন্মদিনের শেষ প্রহরে প্রায় সাড়ে এগারোটায় কিং খান শাহরুখ একটি বিশেষ বার্তা পাঠালেন এই লেজেন্ডকে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অতীতে ফিরে গেলেন শাহরুখ।

কীর্তি সুরেশের বিয়ের ছবি ভাইরালঃ প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে নতুন জীবনের শুরু

শুভেচ্ছা বার্তায় কিং খান লেখেন


‘সবচেয়ে কুল মানুষটিকে, সব বসেদের বসকে, সেই লেজেন্ডকে, যিনি তারকাদের মধ্যেও উজ্জ্বলতম হওয়া সত্ত্বেও অসাধারণ সাধারণ মানুষ। স্যার, ধন্যবাদ আমাদের প্রেরণা জোগানোর জন্য। সুস্থ থাকুন এবং জানুন, সবাই আপনাকে কতটা ভালোবাসে এবং শ্রদ্ধা করে। শুভ জন্মদিন, রজনীকান্ত স্যার।’ শাহরুখ খান একটি পুরোনো ছবি পোস্ট করেন, যেখানে তাকে লাল শার্ট এবং কালো স্যুটে দেখা যায়। পাশে বসে থাকা রজনীকান্ত সাদা পোশাক পরা। দুই তারকার হাসিমুখের এই মুহূর্তটি একটি ইভেন্টে ধারণ করা।এই পোস্টের কমেন্টে ভক্তরা ভারতীয় ছবির দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লেখেন,‘ভারতীয় সিনেমার দুই তারকা এক ফ্রেমে।’ আবার কেউ বলেন ‘শাহরুখ খানের এই আন্তরিকতা তাকে সত্যিকারের কিং বানিয়েছে।’

অক্ষয় কুমারের চোখে গুরুতর চোট! ‘হাউসফুল ৫’ শুটিং চলাকালীন দুর্ঘটনা

রজনীকান্ত অভিনীত ‘কুলি’ মুক্তির অপেক্ষায় রয়েছে যা পরিচালনা করেছেন লোকেশ কনোগরাজ। অন্যদিকে শাহরুখ খানকে শেষবার দেখা গিয়েছে ‘ডাঙ্কি’ ছবিতে। বর্তমানে তিনি কাজ করছেন সুজয় ঘোষ পরিচালিত অ্যাকশন ছবি ‘কিংয়ে’, যেখানে থাকবেন সুহানা খান, অভিষেক বচ্চন, যিশু সেনগুপ্তসহ আরও অনেকে।এই দুই তারকার কাজ এবং পরস্পরের প্রতি সম্মান প্রমাণ করে কেন তারা ভারতীয় ছবির আইকন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর