ব্যুরো নিউজ, ৯ জুলাই : এবার থেকে রামলালা দিবস পালনের সিদ্ধান্ত নিল রাজস্থান। সেখানকার প্রত্যেকটি সরকারি স্কুলে ২২ জানুয়ারি রামলালা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ক্যালেন্ডারেও এই দিনটি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানা গিয়েছে। চলতি বছরে ২২ জানুয়ারি অযোধ্যায় মহাসমারহে রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে কী বার্তা দিলেন মোদী? আর কী কী বিষয়ে আলোচনা?
স্কুলগুলিতে পালিত হবে বিশেষ কর্মসূচি
এবার এই দিনটি বিশেষভাবে পালনের সিদ্ধান্ত নিল রাজস্থান। স্কুল শিক্ষাদপ্তরের তরফে জানানো হয়েছে পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু উৎসব পালনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর রামলালা দিবস পালন উপলক্ষে এই দিন স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। পড়ুয়াদের রামলালার মাহাত্ম্য বোঝানো হবে। এই দিন অংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এই দিন পড়ুয়ারা একে অপরকে রাখি পরাবে। সব মিলিয়ে এই দিনটি স্কুলগুলিতে মহাসমারহে পালন করা হবে।