ব্যুরো নিউজ,২২ ফেব্রুয়ারি :২১ ফেব্রুয়ারি রাজ চক্রবর্তী ৫০ বছর পূর্ণ করেছেন। পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের বরকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সকালে, শুভশ্রী ইনস্টাগ্রামে রাজের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন এবং পরবর্তীতে সন্ধ্যায় বেটার হাফের বার্থডে পার্টির সাজের একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনেই একে অপরকে ভালোবাসায় মুগ্ধ।
আদর জৈন এবং আলেখ্য আডবানির বিয়েতে উপস্থিত সইফ-করিনা, উচ্ছ্বাসে ভাসেন উপস্থিত অতিথিরা
চুম্বন
রাজ ও শুভশ্রী একই রঙের পোশাক পরেছিলেন—দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক, যেন একে অপরের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল। একটি ছবিতে রাজ তাঁর স্ত্রীর কাছে দাঁড়িয়ে আছেন, আর আরেকটিতে তাঁরা একে অপরকে চুমু খাচ্ছেন। এই ছবিগুলো পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘আমি তোমাকেই সবথেকে বেশি ভালোবাসি। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা তুমি।’
রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রী তাঁকে লাল গোলাপের তোরা উপহার দিয়েছেন। উপহারের মধ্যে লেখা ছিল ‘শুভ জন্মদিন ভালোবাসা’। শুভশ্রী আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন যেখানে রাজ ও তিনি একে অপরকে চুমু দিচ্ছেন এবং সম্পর্কের নানা মুহূর্তে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ফুটে উঠেছে। শুভশ্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন পার্টনার। সমস্ত আনন্দ, খুশি তোমার হোক এটাই চাই।’
দোল উৎসব নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফারাহ খানের বিরুদ্ধে FIR!
এদিকে, রাজের বিশেষ দিনটি উপলক্ষে তাঁর বন্ধু অঙ্কুশ হাজরা একটি অদেখা ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে অঙ্কুশ একটি গেরুয়া পঞ্জাবি পরেছেন এবং রাজ চক্রবর্তী তাঁর গালে চুমু খাচ্ছেন। রাজের পরনে ছিল কালো সুপারম্যানের টিশার্ট এবং জিন্স। অঙ্কুশ এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা।’ এই ছবিটি তাঁর বন্ধুত্বের মিষ্টি মুহূর্তের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, যেখানে অঙ্কুশ ও রাজের মধ্যে এক অনবদ্য ব্রোম্যান্স ফুটে উঠেছে।রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রী, অঙ্কুশ এবং অন্যান্য কাছের মানুষরা তাঁর সঙ্গে মুহূর্তগুলো উদযাপন করে তার নতুন বছরের শুভ কামনা জানিয়েছেন।